ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফটিকছড়িতে নৌকা ডুবিতে ৪জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩:১৩, ৯ জুলাই ২০১৬

ফটিকছড়িতে নৌকা ডুবিতে ৪জনের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ উপজেলার সুন্দরপুর নাছির মুহাম্মদ ঘাটে শুক্রবার দুপুরে নৌকা ডুবির ঘটনায় এ যাবৎ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হচ্ছে মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর (৫৫), রিপন(১৭),আরমান(৭) এবং রেজভী (১৫)। শুক্রবার আনুমানিক দুপুর ১২ টার সময় সুয়াবিল এলাকা থেকে নাছির মুহাম্মদ ঘাট হয়ে সুন্দরপুরে যাওযার সময় হালদা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোন লাশের সন্ধান পাওয়া না গেলেও শনিবার সকালে হালদার বিভিন্ন ভাটি এলাকায় ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। এদিকে, নৌকা ডুবির ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে একটি ডুবুরী দল উদ্ধার কাজে অভিযান চালায়। উল্লেখ করা যেতে পারে যে, শুক্রবার দুপুরে অতিরিক্ত যাত্রী নিয়ে কেয়া নৌকাটি হালদা নদী পাড়ি দেয়ার সময় অতিরিক্ত স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় ৩০/৩৫ জন যাত্রী থাকলেও সূত্র মতে ৫ জন ছাড়া অন্যরা সাতাঁর কেটে কূলে উঠতে সক্ষম হয়। স্থানীয়রা জানায়, নিহতরা সবাই পূর্ব সুয়াবিল এলাকার বাসিন্দা। এ ঘটনায় ফটিকছড়িতে শোকের মাতম বিরাজ করছে।
×