ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালের শাহী ৯৯ পার্কে দর্শণার্থীদের ভিড়

প্রকাশিত: ২৩:২৮, ৯ জুলাই ২০১৬

বরিশালের শাহী ৯৯ পার্কে দর্শণার্থীদের ভিড়

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ ঈদ-উল ফিতরের তৃতীয় দিনেও (শনিবার) প্রকৃতির খোঁজে শহরের কোলাহল ছেড়ে দর্শণার্থীদের উপচেপড়া ভিড়ে মুখর ছিলো প্রত্যন্ত অঞ্চলে নির্মিত গৌরনদীর শাহী ৯৯ পার্ক। জেলা শহরের বাইরের একমাত্র এ বিনোদন কেন্দ্রে ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্য়ন্ত অদ্যবর্ধি প্রতিদিন সকল বয়সের ভ্রমনপিপাসু কমপক্ষে ৫০ হাজার লোকের সমাগম ঘটেছে। পবিত্র ঈদ-উল ফিতরের ছুটিতে নারীর টানে বাড়িতে ফেরা শহরের মানুষদের কাছে শাহী ৯৯ পার্কটি বিনোদনের নতুন খোরাক জুগিয়েছে। প্রতিদিন এখানে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার ভ্রমনপিপাসুরা স্ব-পরিবারে ছুটে আসেন প্রকৃতির ছোয়া পেতে। বাদ পড়েননি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও। এ বিনোদন কেন্দ্রে আনন্দ উল্লাস করে ভেসে বেড়াচ্ছেন শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সের দর্শনার্থীরা। এখানে ঈদের ছুটিকে রঙিন করতে উচ্ছ্বাসের কোন কমতি ছিলোনা। ২০১২ সালে প্রতিশ্র“তিশীল বৃক্ষপ্রেমি দেশের একমাত্র শাহী ৯৯ জর্দ্দা কোম্পানীর স্বত্তাধীকারি এবং বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগের ঢাকা মহানগরের (উত্তর) দক্ষিণখান থানার সভাপতি শামিম আহমেদ তার নিজস্ব উদ্যোগে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার দেওপাড়া লক্ষণকাঠী গ্রামে শাহী ৯৯ পার্ক নির্মানের উদ্যোগ গ্রহণ করেন। সেই থেকে আজ পর্যন্ত তিনি তার প্রচেষ্ঠা অব্যাহত রেখেছেন। দেশ-বিদেশ ঘুরে তিনি অসংখ্য স্ট্যাচু সংগ্রহ করে পার্কে স্থাপন করেছেন। এ পার্কে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির গাছপালা ও লতার। ফলশ্র“তিতে পার্কের মধ্যে ১৪’শ প্রজাতির গাছপালা ও লতা রোপন করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির ন্যায় সাজানো অপূর্ব সব নৈশর্গিক দৃশ্যে ঘেরা বিনোদনমূলক শাহী ৯৯ পার্কে ঈদ ছাড়াও সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত এ পার্কে প্রতিদিন দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকে। দর্শনাথীরা অভিযোগ করেন, ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে শাহী ৯৯ পার্কে যাওয়ার সরকারি আয়রন ব্রিজটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোন সময় ব্রিজটি ধ্বসে পড়ার আশংকা দেখা দিয়েছে। এছাড়াও মহাসড়ক থেকে পার্ক পর্যন্ত প্রায় এক কিলোমিটারের ইট সলিংয়ের রাস্তাটি খানাখন্দে চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। দর্শনার্থী ও স্থানীয়রা জরুরি ভিত্তিতে নতুন ব্রিজ নির্মান ও এক কিলোমিটারের সড়কটি কার্পেটিংয়ের জন্য স্থানীয় সংসদ সদস্যর হস্তক্ষেপ কামনা করেছেন।
×