ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

র‌্যাবের বিশেষ অভিযান মাদকদ্রব্যসহ আটক ৪

প্রকাশিত: ২৩:৩২, ৯ জুলাই ২০১৬

র‌্যাবের বিশেষ অভিযান মাদকদ্রব্যসহ আটক ৪

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ শনিবার ভোরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ভৈরব ও আশুগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি ট্রাক আটক করে তলাশী চালায় র‌্যাব। তল্লাশিকালে ট্রাক থেকে চারশ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো ঠাকুরগাও জেলার হরিহরপুর গ্রামেরমৃত সুজাউদ্দিনের ছেলে ট্রাক চালক মোঃ ইব্রাহিম (৪২),ও শাকিল মিয়া (২০)একই)জেলার মথুরাপুর গ্রামের আব্দুল মালেক এর ছেলে মোঃ সেলিম হোসেন(২৪) ও আশুগঞ্জের বাহাদুরপুর গ্রামের আলী আহমেদ এর ছেলে আজহারুল ইসলাম (২৫) এসময় ট্রাকটি জব্দ করা হয়। আটক কৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এএসপি আবু সাঈদ জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ব্রাক্ষণ বাড়িয়ার সিমান্তবর্তী আখাউড়া থেকে বিপুলপরিমান মাদক রাজধানী ঢাকায় পাচার করা হবে । এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ও আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় চৌকি বসিয়ে মাদকবাহী ট্রাকটিকে থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি না থামিয়ে দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেষ্ট করে। পরে ধাওয়া করে ট্রাকটিকে আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা ।
×