ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলেজ জাতীয়করণ না করায় ক্ষোভ

প্রকাশিত: ০০:০৪, ৯ জুলাই ২০১৬

কলেজ জাতীয়করণ না করায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কলেজ জাতীয় করণের তালিকায় তাড়াশ উপজেলা সদরে অবস্থিত তাড়াশ ডিগ্রী কলেজের নাম না থাকায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। শনিবার তাড়াশ ডিগ্রী কলেজের হল রুমে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মনিরুজ্জামান। জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ১৯৭২ সালে বীরমুক্তিযোদ্ধাদের নেতৃত্বে তাড়াশ ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির ৩২বিঘা জমি, ৩টি ত্রিতল ভবন, ৩টি একতালা ভবন, খেলার মাঠ, সমৃদ্ধ পাঠাগার, ৮৭জন শিক্ষক, ১৫জন কর্মচারী এবং প্রায় ২হাজার ছাত্রছাত্রী রয়েছে। এছাড়াও ৫টি বিষয়ে অর্নাস চালু রয়েছে। এতদসত্বেও জাতীয়করণের তালিকায় কলেজটির নাম না থাকা বড়ই দুঃখজনক। এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন তাড়াশ ডিগ্রী কলেজ জাতীয়করনের তালিকা ভুক্ত না করা পর্যন্ত ছাত্র শিক্ষক এবং এলাকাবাসি নিয়ে পর্যায়ক্রমে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও গভার্নিং বডির সদস্য মো. ফরহাদ আলী বিদ্যুৎ, প্রভাষক আবু বক্কার সিদ্দিক, আব্দুল মালেক, মুত্তালিব হোসেন শিশির, মো. মাহবুবুর রহমান, মো. মেহেরুল ইসলাম, আলাউদ্দিন, মোজদার হোসেন, আব্দুল কাদের প্রমুখ।
×