ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে পাঁচটি লঞ্চঘাটে জঙ্গি হামলার আশংকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

প্রকাশিত: ০০:১৫, ৯ জুলাই ২০১৬

বাউফলে পাঁচটি লঞ্চঘাটে জঙ্গি হামলার আশংকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ জঙ্গি হামলার আশংকায় বাউফলে ৫টি লঞ্চঘাটে পুলিশ মোতায়ন করা হয়েছে হয়েছে। গোয়েন্দা রিপোর্টের পরিপ্রেক্ষিতে শনিবার থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে। বাউফল থানার ওসি আযম ফারকী জানান, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসা মানুষগুলো কর্মস্থলে ফিরতে শুরু করেছে। বিশেষ করে এ এলাকার অধিকাংশ মানুষ নদী পথে লঞ্চযোগে ঢাকা যাচ্ছেন। তাই জঙ্গিরা লঞ্চঘাটগুলোতে হামলার পরিকল্পনা নিয়েছে। এ জন্য বাউফলের কালাইয়া , নিমদি, নুরাইনপুর, ধুলিয়া ও বগা লঞ্চ ঘাটে যাত্রীদের অধিকতর নিরাপত্তা দিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। ওসি আরও জানান, লঞ্চ ঘাট থেকে ছাড়ার পর যাতে কেউ নৌকা বা ট্রলারযোগে লঞ্চে উঠতে না পারে সে জন্য পুলিশকে বিশেষ ভাবে খেয়াল রাখতে নির্দেশ দেয়া হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে ভিত্তিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
×