ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩ দেশের কারিগরি সহায়তা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০১:০৮, ৯ জুলাই ২০১৬

৩ দেশের কারিগরি সহায়তা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে হলি অর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় তদন্তের স্বার্থে তিন দেশের কারিগরি সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, গুলশানে হামলার ঘটনায় তদন্তে পরীক্ষা-নিরীক্ষা করতে তিন দেশের কারিগরি সহায়তা নেওয়া হবে। দেশগুলো হলো সিঙ্গাপুর, ভারত ও যুক্তরাষ্ট্র। আছাদুজ্জামান মিয়া বলেন, ঈদের ছুটিতে রাজধানীতে বড় কোনো ধরনের ঘটনা ঘটেনি। চুরি-ডাকাতির ঘটনাও নেই। ঈদকে কেন্দ্র করে বিপণিবিতান, শপিং মল, বিনোদন কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। তিনি বলেন, রাজধানীবাসীর নিরাপত্তার স্বার্থে আমরা এবার পুলিশ সদস্যদের ঈদের ছুটিতে বাড়ি যাওয়াকে যতোটা সম্ভব নিরুৎসাহিত করেছি। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে। গুলশানের ঘটনা বাংলাদেশে নতুন উল্লেখ করে কমিশনার বলেন, ‘এরআগে বাংলাদেশে এমন ঘটনা ঘটেনি। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমাদের ‘ওয়ে অব অ্যাকশন‘ ও ‘মুড অব অ্যাকশন’ ঢেলে সাজানো হচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
×