ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গরুর কাঠাল খাওয়ার অজুহাতে হবিগঞ্জে দু’দলে সংর্ঘষ: আহত ৩৫

প্রকাশিত: ০১:১০, ৯ জুলাই ২০১৬

গরুর কাঠাল খাওয়ার অজুহাতে হবিগঞ্জে দু’দলে সংর্ঘষ: আহত ৩৫

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ জমি সংক্রান্ত বিরোধ থাকলেও গরু কাঠাল খাওয়ার অজুহাতের জের ধরে শনিবার দুপুরে হবিগঞ্জের উপজেলা বাহুবলের নির্ভৃত পল্লী সাড়ংপুরে দু’দল সশস্ত্র লোকের মথ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংর্ঘষে আহত হয়েছে অন্তত ৩৫ জন। তন্মধ্যে গুরুতর আহত কাউছার, হারুন, তাহির, মরম আলী ও শাহিনকে সংশ্লিস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সংশ্লিস্ট গ্রামের সরকার ও মুন্সী বাড়ীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই মধ্যে শনিবার সকাল পৌনে ৯ টার দিকে সরকার বাড়ীর জিতু মিয়ার ঘরে মুন্সী বাড়ীর কবির মৌলভীর একটি গরু প্রবেশ করে কাঠাল খেয়ে ফেলে। পরে সরকার বাড়ীর মালিক গরুটিকে আটক করে রাখে। এ খবর পেয়ে মুন্সী বাড়ীর লোকজন সরকার বাড়ীতে পৌছে জোর পূর্বক গরুটিকে ছাড়িয়ে নেবার চেষ্টা চালায়। এসময় উভয় পক্ষ তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে তুমুল সংর্ঘষে লিপ্ত হয়। প্রায় ঘন্টা ব্যাপী এই সংর্ঘষে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
×