ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এখনও ওবামাকে পছন্দ বিশ্ববাসীর ॥ জরিপ

প্রকাশিত: ০৪:১৭, ১০ জুলাই ২০১৬

এখনও ওবামাকে পছন্দ বিশ্ববাসীর ॥ জরিপ

বারাক ওবামার দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার প্রতি সমর্থন জানিয়েছেন বিশ্বের মানুষ। বিশ্বের কয়েকটি দেশের ১৮ হাজার মানুষের উপর চালানো এই জরিপের মাধ্যমে এমন চিত্রই উঠে এসেছে। খবর বিবিসির। গ্লোবস্ক্যান নামে একটি জরিপ প্রতিষ্ঠান বিশ্বের ১৯টি দেশে ওবামাকে নিয়ে জরিপ চালায়। তাতে ১৮টি দেশের ৭০ শতাংশ মানুষ ওবামার নির্বাচিত হওয়া ভাল বিষয় ছিল বলে জানিয়েছেন। তবে শুধু রুশরা ওবামার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তাদের মধ্যে মাত্র ১৮ শতাংশ মানুষ ওবামার নির্বাচিত হওয়াকে সমর্থন জানিয়েছেন। ওবামার প্রতি জোরালো সমর্থন রয়েছে যেসব দেশগুলোর মধ্যে কেনিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য। এক নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে কিনা, জরিপে এই প্রশ্নও রাখা হয়েছিল। জরিপে অংশ নেয়া প্রায় অর্ধেক মানুষই তাতে ‘হ্যাঁ’ বলেছেন। তবে তা ইতিবাচক নাকি নেতিবাচক হবে সে ব্যাপারে তারা কেউই নির্দিষ্ট করে কিছু বলেননি। দৃষ্টিবান্ধব ব্রকলি দৃষ্টিশক্তি ভাল রাখে ব্রকলি। বার্ধক্যজনিত চোখের সমস্যা প্রতিরোধেও এটি কার্যকর ভূমিকা রাখে। সবুজ এই সবজিতে থাকা ইন্ডোল থ্রি কার্বিনাল (আই৩সি) যৌগটি চোখের রেটিনার জন্য উপকারী বলে সম্প্রতি এক গবেষণায় প্রমাণিত হয়েছে। আই৩সি চোখ ছাড়াও বার্ধক্যজনিত স্মৃতিভ্রষ্টতা রোধ করে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষকরা এ সমীক্ষা করেন। -ডেইলি মেইল তিমি যখন তারকা প্রশান্ত মহাসাগের এক সময় মিগালো নামের শ্বেত তিমির আচরণ-বিচরণ ছিল। তিমিগুলো এখন বিলুপ্তপ্রায়। তাই বিরল প্রাণীটি দেখতে অস্ট্রেলিয়ার নিউ সাউথওলেস প্রদেশের গোল্ড কোস্টে ভিড় জমে পর্যটকদের। তিমি তো নয় যেন তারকা। রবিবার সেখানে মিগালো দেখতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে হাজির থাকছেন দেশটির পরিবেশমন্ত্রী স্টিভেন মাইলসও। -অস্ট্রেলিয়া নিউজ
×