ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মঞ্চে আসছে নতুন নাটক ‘পরিত্রাণ’

প্রকাশিত: ০৪:৩২, ১০ জুলাই ২০১৬

মঞ্চে আসছে নতুন নাটক ‘পরিত্রাণ’

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি নাট্য সংগঠন টিএসসি নাট্যদল। সংগঠনটি নাটক প্রদর্শনীর পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। তারুণ্যদীপ্ত এ নাট্যসংগঠন এবার মঞ্চে আনতে যাচ্ছে নতুন নাটক ‘পরিত্রাণ’। জায়েদ জুলহাস রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যদলের দলপ্রধান সাগর সরদার। তিনি জানিয়েছেন আগামী ২৪ জুলাই জাতীয় সঙ্গীতশালায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। জগতখ্যাত ৪টি বিষয়বস্তু নিয়ে রচিত হয়েছে নাটকটি। সফোক্লিসের ‘ইডিপাস’, মলিয়রের ‘ভ- তারতুফ’, সিকান্দার আবু জাফরের ‘নবাব সিরাজ উদ্দৌলা’ এবং কাশীরাম দাশের ‘মহাভারত’ নাটকের মূল উপজীব্য বিষয়। নতুন এ প্রযোজনা প্রসঙ্গে নাটকটির নির্দেশক বলেন, এই নাটকটি বহুল আলোচিত ৪টি বিষয়বস্তুর ওপর ভিত্তি করে ইতিহাস এবং সমসাময়িক কালের সেতুবন্ধন হিসেবে রচিত হয়েছে। অতীত-বর্তমানের পরম্পরায় নাগরিক জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা অসঙ্গতি থেকে পরিত্রাণের একটি আহ্বান হিসেবে নির্মিত। বিশ্বসেরা ৪টি নাটকের অংশবিশেষ নিয়ে রচিত হলেও মূলত, এটি আধুনিক ধাঁচের একটি পরীক্ষণমূলক প্রযোজনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গত ১৬ জুন নাটকটির কারিগরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মনিরুল ইসলামের আলোকায়নে নাটকটির সেট করেছেন জাহাঙ্গীর আলম বৎস। নবনির্মিত এ প্রযোজনায় বিভিন্ন চরিত্র রূপায়ন করেছেন কর্নেল হাসান, মানিক শুভ্র, মাসুম বিলাহ, মৃত্যুঞ্জয় পাল, সজল আহম্মেদ, কামরুল ইসলাম, অথৈ, কামরুন নাহার লতা, রিফাত হাসান এবং সাগর সরদার। একঝাঁক তরুণ নাট্যকর্মীর নিরন্তর প্রয়াসে মোঃ ইব্রাহীম হোসেনের নাটক ‘শামুককাল’ দিয়ে মঞ্চাঙ্গনে যাত্রা করে নাট্যদল। দলের দ্বিতীয় প্রযোজনা ‘পতাকা’ নাটকের পর তৃতীয় প্রযোজনা হিসেবে ‘পরিত্রাণ’ মঞ্চে আনছে তারা।
×