ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফাইনালে মারের মুখোমুুখি আজ রাওনিক

প্রকাশিত: ০৬:৩৪, ১০ জুলাই ২০১৬

ফাইনালে মারের মুখোমুুখি আজ রাওনিক

স্পোর্টস রিপোর্টার ॥ না, এবারও পারলেন না ‘ফেড এক্সপ্রেস’ খ্যাত রজার ফেদেরার। হলো না তার আরেকটি গ্র্যান্ডসøাম জয়ের স্বপ্ন পূরণ। তাকে পরাভূত করে প্রথমবারের মতো কোন গ্র্যান্ডসø্যামের ফাইনালে নাম লিখেয়েছেন (ক্যারিয়ারে শিরোপাসংখ্যা ৮) কানাডার মাইলস রাওনিক। ‘লন টেনিসের বিশ্বকাপ’ খ্যাত উইম্বলডন ওপেনের রুদ্ধশ্বাস সেমিফাইনালে সুইস তারকা ফেদেরারকে হারিয়ে (৬-৩, ৬-৭, ৪-৬, ৭-৫, ৬-৩) ফাইনালে উঠে এসেছেন রাওনিচ। এখন তার স্বপ্ন প্রথম গ্র্যান্ডসøাম জয়। অন্যদিকে অঘটনের শিকার ফেদেরারের হলো না অষ্টাদশ গ্র্যান্ডসøামে চুমু খাওয়া। এ নিয়ে দ্বাদশ ম্যাচে ফেদেরারকে তৃতীয়বারের মতো হারালেন রাওনিক। ‘এটা আমার জন্য অসাধারণ প্রত্যাবর্তন। আমি তৃতীয় ও চতুর্থ সেটে রীতিমতো ধুঁকছিলাম, তখন অসাধারণ খেলছিলেন ফেদেরার। ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতাটা দারুণ কঠিন ছিল। সেটা করতে পারে অসম্ভব ভাল লাগছে।’ ম্যাচ জিতে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাওনিক। পক্ষান্তরে ফেদেরার বলেন, ‘রাওনিক অসাধারণ যোদ্ধা। দারুণ লড়েছেন তিনি। তাকে অভিনন্দন।’ উল্লেখ্য, এর আগে কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে রাওনিকের সেরা সাফল্য ছিল এ বছরই অস্ট্র্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ওঠা। এছাড়া ২০১৪ উইম্বলডন ওপেনেও তিনি সেমি পর্যন্ত উঠেছিলেন। এদিকে রাওনিকের ফাইনালের প্রতিপক্ষ হলেন স্কটিশ টেনিস তারকা এ্যান্ডি মারে। সেমিতে অবশ্য সহজ জয়ই কুড়িয়ে নিয়েছেন তিনি। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে তিনি সরাসরি সেটে হারান চেক প্রজাতন্ত্রের দশম বাছাই টমাস বার্ডিচকে (৬-৩, ৬-৩, ৬-৩)। আজ রবিবার ফাইনালে মারে মুখোমুখি হবেন রাওনিকের। মারের এটি একাদশ গ্র্যান্ডসøাম ফাইনাল। আগের দশ ফাইনালের মধ্যে আটবারই হেরেছেন তিনি। প্রতিবারেই তার প্রতিপক্ষ ছিলেন হয় জোকোভিচ, না হয় ফেদেরার। এবারই প্রথম ফাইনালে নতুন কোন প্রতিপক্ষ পাচ্ছেন মারে! ফাইনালে উঠার মাধ্যমে মারে নতুন একটি রেকর্ডও গড়েছেন। ফ্রেড পেরিকে ছাড়িয়ে প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে এগারতম গ্র্যান্ডসøামের ফাইনালে খেলবেন তিনি। ২০১৩ সালের পর প্রথম উইম্বলডনের ফাইনাল খেলছেন মারে। এবার দেখার বিষয়, ১১তম ফাইনাল স্মরণীয় করে রাখতে পারেন কী না মারে। তার হাতে কি ধরা দেবে তৃতীয় গ্র্যান্ডসøামের ট্রফি, নাকি ফেদেরারকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে আসা ২৫ বছর বয়সী কানাডিয়ান যুবক রাওনিক সৃষ্টি করবেন আলোড়ন?
×