ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উইম্বলডন জিতে সেরেনার ইতিহাস

প্রকাশিত: ০৬:৩৪, ১০ জুলাই ২০১৬

উইম্বলডন জিতে সেরেনার ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ সপ্তমবারের মতো মর্যাদার গ্র্যান্ডস্লাম আসর উইম্বলডন টেনিসের শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। এটি তার ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ডস্লাম ট্রফি। এর ফলে তিনি ছুঁয়ে ফেলেছেন সাবেক জার্মান টেনিস তারকা স্টেফি গ্রাফের রেকর্ড ২২ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডটি। শনিবার ফাইনালে জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে দিয়ে এ গৌরব অর্জন করেন বিশ্বের এক নম্বর সেরেনা। গত বছর সর্বশেষ গ্র্যান্ডস্লাম হিসেবে উইম্বলডন জিতেছিলেন সেরেনা। এরপর সুযোগ ছিল স্টেফিকে ছোঁয়ার। সেই সুযোগ তিনি হাতছাড়া করেন ইউএস ওপেন এবং এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জিততে ব্যর্থ হওয়ার কারণে। অবশেষে ভাগ্যের শিঁকে ছিঁড়ল সেরেনার। তিনি হারিয়ে দিলেন কারবারকে। প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছেন কারবার। কিন্তু দ্বিতীয় সেটে আর সেরেনার গতির কাছে দাঁড়াতেই পারেননি। শেষ পর্যন্ত আবারও উইম্বলডন দিয়েই গ্র্যান্ডস্লামের চ্যাম্পিয়নশিপ ফিরে পেলেন তিনি। তার জয়টা বড় বোন ভেনাস উইলিয়ামসও গ্যালারিতে বসে উপভোগ করেছেন। ভেনাস সেমিতে কারবারের কাছে হেরে বিদায় নেন। তিনি বলেন, ‘আমি জানিনা কি বলা উচিত। এটা ওর প্রাপ্য ছিল।’ আর জয়ের পর উৎফুল্ল সেরেনা বলেন, এটা সত্যিই বিস্ময়কর ব্যাপার এবং অভাবনীয় ছিল। আমি এ বছর দু’বার চেষ্টা করেছিলাম এবং দুইজন দারুণ প্রতিপক্ষের কাছে হেরে যাওয়াতে হয়নি। এখানে যারা উপস্থিত থেকে আমাকে ২২তম জয়ের অভিনন্দন জানালেন তাদের ধন্যবাদ। এই কোর্টটা সত্যিই নিজের ঘরের মতো মনে হয়। অবশেষে এখানেই এমন অর্জন হওয়াটা সত্যিই চমৎকার একটা অনুভূতি। এ্যাঞ্জেলিকের বিরুদ্ধে খেলতে আমি ভালবাসি, তিনি সত্যিই দারুণ এক প্রতিপক্ষ। তিনি সবসময়ই হাস্যোজ্জ্বল থাকেন। তার মতো দারুণ ব্যক্তিত্বকে পেয়ে আমি সত্যিই বিমোহিত।
×