ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলে গেলেন জাভেদ আখতার

প্রকাশিত: ০৬:৩৫, ১০ জুলাই ২০১৬

চলে গেলেন জাভেদ আখতার

স্পোর্টস রিপোর্টার ॥ না ফেরার দেশে চলে গেলেন সাবেক পাকিস্তানী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার জাভেদ আখতার। ৮ জুলাই শুক্রবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর ২৩০ দিন। ক্রিকেটার ছাপিয়ে আম্পায়ার হিসেবেই বেশি পরিচিত ছিলেন তিনি। ১৯৬২ সালে ইংল্যান্ড সফরে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হয় ২১ বছর বয়সী অফস্পিনারের। সেটিই প্রথম সেটিই শেষ। দলের ইনিংস পরাজয়ের ম্যাচে ১১৭ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর আর জাতীয় দলে জায়গা হয়নি। সতের মৌসুমের (১৯৫৯-১৯৭৬) প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৫১ ম্যাচে নিয়েছেন ১৮৭ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়ার বছরই তিনি আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে যোগ দেন। শিয়ালকোটে ১৯৭৬ সালে পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ দিয়ে শুরুÑ ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। ৯৯Ñএ যার শেষটা হয় বিশ্বকাপে ইংল্যান্ড-ভারত গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে। মার্সেল কাপ শরীর গঠন স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল কাপ শরীর গঠন প্রতিযোগিতার’ দ্বিতীয় আসর জুলাইয়ের শেষ দিকে বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে। প্রাইজমানিও থাকবে বেশি (লাখ টাকারও বেশি)। প্রত্যেক ক্যাটাগরির চ্যাম্পিয়ন ১০ হাজার টাকা করে প্রাইজমানি পাবেন। এছাড়া যিনি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হবেন তিনি ৬০ হাজার টাকা প্রাইজমানি পাবেন। ইতোমধ্যেই বিভিন্ন ক্লাব ও সংস্থাকে এই প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
×