ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল

প্রকাশিত: ১৯:১৯, ১০ জুলাই ২০১৬

ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল

অনলাইন রিপোর্টার ॥ পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়া ঘরে ফেরা মানুষ। শনিবার ছিল সরকারি চাকরিজীবীসহ অন্যান্য চাকরিজীবীদের ছুটির শেষ দিন। আজ রবিবার প্রথম কর্মস্থলে যোগ দিবেন তারা। আবার অনেকে অতিরিক্ত ছুটি নিয়ে আরও দু'একদিন পর ঢাকায় ফিরবেন। নাড়ির টানে বাড়ি ফেরা শুধু চাকরিজীবীরা নয়, ছুটি শেষে ঢাকায় ফিরছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ইতিমধ্যে রবিবার থেকে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে রাজধানীর সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পুরোদমে তাদের কার্যক্রম পুনরায় চালু হবে। আর এই কয়েক দিনে ঢাকায় ফিরবেন হাজার হাজার মানুষ। তবে, শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফেরা মানুষের ভিড় শুরু হলেও এ ভিড় বাড়তে থাকে বিকাল থেকে। আর সন্ধ্যার পর থেকে রাজধানীতে ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। আগামী কয়েক দিন রাজধানীমুখী মানুষের এই ঢল অব্যাহত থাকবে বলে বাস-ট্রেন-লঞ্চ কাউন্টার সূত্রে জানা গেছে।
×