ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেশবপুরে স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২১:৪৪, ১০ জুলাই ২০১৬

কেশবপুরে স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ।। কেশবপুরের হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্র বিল্লাল হোসেনের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসি শনিবার বিকালে উপজেলার ভান্ডারখোলা বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিএম ইব্রাহীম হোসেন, যুগ্ম-আহ্বায়ক মশিয়ার খান, আওয়ামী লীগনেতা মোশারফ হোসেন গাজী, ডাক্তার নজরুল ইসলাম, আলাউদ্দীন, নারায়ন চন্দ্র সরকার, শিক্ষক আব্দুর রহিম বাবলু প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে বিল্লাল হোসেনের হত্যাকারীদের গ্রেফতার না করলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন। উপজেলার ভান্ডারখোলা গ্রামের দিনমজুর রেজওয়ান সরদারের পুত্র হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ড্রেস মেকিং এন্ড টেলাইরিং ট্রেডের মেধাবী ছাত্র বিল্লাল হোসেন (১৫) কে ২ জুলাই রাতে তার সহপাঠি একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রানা মোবাইল ফোন করে ভান্ডরখোলা বাজারে ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে সকালে ভান্ডারখোলা বাজার সংলগ্ন মাঠ থেকে পুলিশ বিল্লালের গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা রেজওয়ান সরদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ উক্ত মামলায় ভান্ডারখোলা গ্রামের হাসানুর ও রশিদ নামে ২ জনকে গ্রেফতার করেছে।
×