ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাজের টানে মানুষের ছুটে চলা

প্রকাশিত: ২১:৫৮, ১০ জুলাই ২০১৬

কাজের টানে মানুষের ছুটে চলা

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ ঈদের ছুটির পরে কর্মজীবি মানুষরা স্ব স্ব কর্মস্থলে ছুটছে। বাস ও লঞ্চ গুলোতে উপচে পরা ভীর। তিলধরার কোন ঠাই নেই। রবিবার সকালে মহিষকাটা বাস স্ট্যান্ডে রাজ মিস্ত্রী আবদুল রাজ্জাক বলেন ঢাকায় যাওয়ার জন্য মহিষকাটায় পরিবার পরিজন নিয়ে বাসের জন্য অপেক্ষা করছি। আমতলী বাস স্ট্যান্ডে বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা হয়। তারা ঢাকায় দিন মজুরের কাজ করেন। ঈদে মা-বাবার সাথে ঈদ করতে দেশের বাড়ী এসেছিল। তারা জানান আসা যাওয়া কষ্ট হলেও গ্রামের বাড়ীর সকলকে নিয়ে ঈদের আনন্দটাই আলাদা। যাত্রীরা অভিযোগ করেন বাস ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আমতলী লঞ্চ ঘাটে দুপুর একটায় গিয়ে দেখা গেছে ডেকে যাত্রী বোঝাই । যাত্রী রবিউল অভিযোগ করেন আমতলী থেকে পটুয়াখালী বাস ভাড়া ৫০ টাকা। নেয়া হচ্ছে ৮০ টাকা।
×