ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আমতলীতে ছাগলের পিপিআর রোগ ছড়িয়ে পরছে: এক মাসে দু’শতাধিক ছাগলের মৃত্যু

প্রকাশিত: ২১:৫৮, ১০ জুলাই ২০১৬

আমতলীতে ছাগলের পিপিআর রোগ ছড়িয়ে পরছে: এক মাসে দু’শতাধিক ছাগলের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনা আমতলী উপজেলার সর্বত্র ছাগলের পিপিআর রোগ ছড়িয়ে পরেছে। গত এক মাসে এরোগ দু’শতাধিক ছাগলের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। জানাগেছে, উপজেলার ৭ টি ইউনিয়নে ছাগলের পিপিআর রোগ দেখা দিয়েছে। উপজেলার গুলিশাখালী, কুকুয়া ও চাওড়া ইউনিয়নে এ রোগে। প্রতিদিন ছাগল আক্রান্ত হচ্ছে। কুকুয়ার আমড়াগাছিয়া গ্রামের কৃষক ইদ্রিস মিয়া জানান আমার ৪টি ছাগল এ রোগ আক্রান্ত হয়েছে। কুকুয়া গ্রামের তোমেজ ফরাজী জানান আমার ছাগলের মুখ থেকে লালা বের হয়। পরে ছাগলের গাঁয়ে জ্বর উঠে পেট ফুলে মারা গেছে। একই গ্রামের আব্বাস মিয়া ও আলম মিয়া একই লক্ষনের কথা বলে জানান আমার দু’টি ছাগল মারা গেছে। আমতলী উপজেলা প্রানী সম্পদ বিভাগের কর্মকর্তা ড. আলতাফ হোসেন জানান পিপিআর রোগে ছাগলের মৃত্যুর খবর আমার জানা নেই।
×