ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টার্গেট কিলিংয়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২২:৪৬, ১০ জুলাই ২০১৬

টার্গেট কিলিংয়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গুলশান ও শোলাকিয়া হত্যাসহ সারাদেশে টার্গেট কিলিং, গুপ্তহত্যা সাম্প্রদায়ীক সন্ত্রাস, দেশি-বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে “বিপন্ন স্বদেশ-রুখে দাঁড়াও বাংলাদেশ” শ্লোগান নিয়ে রবিবার বেলা এগারোটার দিকে নগরীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট একে আজাদ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাসদের জেলা সমন্বয়ক ডাঃ মণীষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি জাকির হোসেন, দুলাল মল্লিক, নিলিমা জাহান, জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক মৃধা, ছাত্র ইউনিয়ন বিএম কলেজ শাখার সভাপতি দীপঙ্কর কুন্ডু প্রমুখ। শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
×