ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:৫৫, ১০ জুলাই ২০১৬

দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ১৫২/৭(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যানস্ ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার নজরুল ইসলাম এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ মেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর তাজজিৎ মালিক। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বন্ধ, সীমান্তে বাংলাদেশীদের দেখামাত্র গুলি না করা ও কাটা তারের বেড়া রক্ষনাবেক্ষনসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পতাকা বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।
×