ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্লাষ্টিক ব্যাগে জীবিত নবজাতক

প্রকাশিত: ২৩:৫৩, ১০ জুলাই ২০১৬

প্লাষ্টিক ব্যাগে জীবিত নবজাতক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মধ্য বাড্ডা প্লাষ্টিক ব্যাগে ফুটফুটে এক নবজাতক ছেলের জীবিত উদ্ধার হয়েছে। রবিবার সকালে মধ্য বাড্ডার পোস্ট অফিস এলাকা থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জনকণ্ঠকে জানান, স্থানীয়রা একটি ডোবার পাশে ময়লা ফেলতে গেলে শিশুর কান্নার শব্দ পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ সেখান গিয়ে ওই ময়লা ফেলার স্থানে প্লাষ্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় জীবিত নবজাতক শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি জানান, উদ্ধারের সময় শিশুটি অঝরে কাঁদছিল। ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান জানান, শিশুটিকে দেখে মনে হয়, প্রায় চারদিন আগে তার জন্ম হয়েছে। ওজন দুই কেজি। শিশুটি জন্ডিস রোগে আক্রান্ত। তার শারীরিক অবস্থা ভালো না। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
×