ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

প্রকাশিত: ০০:১৩, ১০ জুলাই ২০১৬

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ রবিবার ভোর রাতে নওগাঁর ধামইরহাট সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে গোলাপ হোসেন (২৮) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। নিহত গোলাপ হোসেন (২৮) ধামইরহাট উপজেলার চন্ডীপুর গ্রামের মৃত খয়রুল ইসলামের পুত্র। রাতে সে অন্যদের সঙ্গে ভারত থেকে চোরাই পথে গরু আনতে গিয়েছিল। বিজিবির পক্ষ থেকে নিহতের মৃতদেহ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে। বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত ১১ টার দিকে উপজেলার চকিলাম সীমান্তের মেইন পিলার ২৬৫/২আর এলাকা দিয়ে ৩/৪ জনের একটি চোরাকারবারীর দল ভারতে প্রবেশ করে। এ সময় ওই এলাকায় টহলরত ভারতের চকরাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতের অভ্যন্তরে ওইসব চোরাকারবারিদের দেখতে পেয়ে ধাওয়া করে এবং পরে গুলি চালায়। এতে ঘটনাস্থলে গোলাপ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর বিএসএফ সদস্যরা মৃতদেহটি নিয়ে যায়। এব্যাপারে বিজিবি পতœীতলার ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আলী রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানতে পেরে নিহত গোলাপের লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।
×