ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনোদন কেন্দ্র না থাকায় আনন্দ থেকে বঞ্চিত মাগুরাবাসী

প্রকাশিত: ০০:২৮, ১০ জুলাই ২০১৬

বিনোদন কেন্দ্র না থাকায় আনন্দ থেকে বঞ্চিত মাগুরাবাসী

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ বিনোদন কেন্দ্র না থাকায় ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন মাগুরাবাসী। জেলাবাসীর বেড়ানোর জায়গা না থাকায় বাড়িতে বসে সময় কাটাতে হচ্ছে। জেলায় কয়েকটি দর্শনীয়স্থান থাকলেও উদ্যোগের অভাবে সাধারন মানুষের কাছে সেগুলি অচেনা অবস্থায় পড়ে রয়েছে । জানা গেছে, জেলায় বিনোদন কেন্দ্র গড়ে উঠেনি। মহম্মপুরে রাজা সীতারাম রায়ের রাজবাড়ি, শ্রীপুরের কবি কাজী কাদের নেয়াজের বাড়ি থাকলেও সেগুলি বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে উঠেনি। মহম্মপুরে রাজা সীতারাম রায়ের রাজবাড়ির সংস্কার কাজ শুরু হলেও বিনোদন কেন্দ্র হিসাবে চালু করা হয়নি। শ্রীপুরের কবি কাজী কাদের নেয়াজের বাড়ি সংস্কারের অভাবে ধ্বংস হতে চলেছে। মাগুরায় নবগঙ্গা নদীর চরের কাশবনে বিনোদন পিপাসুদের গতবছর ভীড় হলেও নিরাপত্তার কারনে সেইটাইও বিনোদন স্পষ্টে পরিনত হয়নি। নবগঙ্গা নদীতে লঞ্চ সার্ভিস চালু হলেও পানির অভাবে এবছর সেটা বন্ধ রয়েছে । শহরের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর ঢাকারোডে কয়েক বছর পূর্বে একটি পার্ক নির্মান হলেও সেটি বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে । সেখানে বর্তমানে কেউ যায়না ।
×