ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও আনন্দ মিছিল

প্রকাশিত: ০২:০৯, ১০ জুলাই ২০১৬

পাথরঘাটায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও আনন্দ মিছিল

সংবাদদাতা,পাথরঘাটা,বরগুনা ॥ বরগুনার পাথরঘাটায় দু’টি কলেজের শিক্ষার্থীরা একই দিনে আলাদা (পৃথক) ভাবে বিক্ষোভ ও আনন্দ শোভা যাত্রা করেছেন। রবিবার সকাল ১০টায় পৌর শহরের প্রধান সড়ক গুলোতে শোভা যাত্রা ও বিক্ষোভ মিছিল করা হয়। পাথরঘাটা উপজেলার ৩টি ডিগ্রি কলেজের মধ্যে হাজি জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজটিকে জাতীয় করণ করায় ওই কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক শ্রেণী মনোজ্ঞ আনন্দ শোভা যাত্রা করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাসিমা ফেরদৌসীকে অভিনন্দন জানানো হয়। আনন্দ শোভা যাত্রায় পাথরঘাটার সর্বস্তরের জনসাধারন অংশ গ্রহন করেন। এ ছাড়া পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করনের দাবীতে বিক্ষোভ মিছিল করে প্রধানমন্ত্রীর বরাবরে স্বারক লিপি প্রদান করেছেন কলেজের শিক্ষার্থীরা। এসময় পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয় করন কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহবায়ক সহকারি অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ও কমিটির সদস্য সচিব প্রভাষক আহাসান হাবিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে বেলা সাড়ে এগারোটার সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের মাধ্যমে স্বারক লিপি দেয়া হয়। এসময় কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান জানান, পাথরঘাটা মহাবিদ্যালয়টি শহরের জিরো পয়েন্টে অবস্থিত ১৯৮৫ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত গড়ে পাশের হার ৮৭.৪২। বর্তমানে কলেজে ষোলশ ১২ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। কলেজ জাতীয় করনের যোগ্যতায় পাথরঘাটা মহাবিদ্যালয়টি প্রথম স্থানে থাকলেও সরকারি যাচাই বাছাইতে কলেজটির প্রতি অবিচার করা হয়েছে। তাই পূর্ন বিবেচনায় পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করনের দাবী জানান।
×