ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জের শোলাকিয়া সন্ত্রাসী হামলায় মামলা

প্রকাশিত: ০২:১১, ১০ জুলাই ২০১৬

কিশোরগঞ্জের শোলাকিয়া সন্ত্রাসী হামলায় মামলা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জের চর শোলাকিয়ার পাশে ঈদের দিন সকালে সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় গ্রেফতারকৃত দুই সন্ত্রাসীর নাম উল্লেখসহ সহযোগী আরো কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসীকে আসামী করা হয়েছে। রবিবার বিকেলে কিশোরগঞ্জ মডেল থানায় পাকুন্দিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং-১৪, সন্ত্রাসবিরোধী আইন/২০০৯ (সংশোধনী ২০১৩ এর (৬) ২/৮/৯/১০/১২/১৩) সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজারভুক্ত আসামিরা হলো-দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারের আব্দুল হাইয়ের ছেলে শরীফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম (২২) ও কিশোরগঞ্জ সদরের পশ্চিম তারাপাশার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল হক ওরফে তামিম (২৪)। থানা সূত্র জানায়, মামলার আসামী শরীফুল ইসলাম বর্তমানে র‌্যাবের পাহারায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর জাহিদুল ইসলাম কিশোরগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এরা দু’জন জেএমবির সদস্য। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শোলাকিয়া মাঠের অদূরে শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের মোড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আনসারুল হক ও জহিরুল ইসলাম নামে দুই পুলিশ কনস্টেবলসহ চারজন নিহত হয়। এছাড়া এ ঘটনায় পুলিশের গুলিতে ঝর্ণা ভৌমিক নামে এক নারী ও হামলাকারী আবির রহমান ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ পুলিশ সদস্য।
×