ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লন্ডন স্কুল অব ইকোনমিক্সের গবেষণা

ইইউ গণভোটে ধারণার চেয়ে দ্বিগুণ তরুণ ভোট দিয়েছে

প্রকাশিত: ০৩:৫০, ১১ জুলাই ২০১৬

ইইউ গণভোটে ধারণার চেয়ে দ্বিগুণ তরুণ ভোট দিয়েছে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গণভোটে ভোট দেয়া ১৮ থেকে ২৪ বছর বয়সী ব্রিটিশ তরুণের সংখ্যা প্রাথমিক ধারণার চেয়ে প্রায় দ্বিগুণ বেশি বলে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের (এলএসই) করা এক গবেষণায় উঠে এসেছে। এদিকে ৬৫ বছর বয়সের উপরে প্রায় ৯০ শতাংশ ব্রিটিশ ভোটার এ গণভোটে ভোট দিয়েছে। খবর গার্ডিয়ানের। ব্রিটিশ গবেষণা সংস্থা ওপিনিয়ামের সংগ্রহ করা গণভোটের বিস্তারিত তথ্য বিশ্লেষণ করেন এলএসই’র রাষ্ট্রবিজ্ঞান ও ইউরোপীয় রাজনীতি বিষয়ক অধ্যাপক মাইকেল ব্রুটার ও তার সহকর্মী ড. সারাহ হ্যারিসন। তাদের বিশ্লেষণের পর নতুন তথ্য হলো- ওই বয়সভিত্তিক গ্রুপের ৬৪ শতাংশ ভোটার ভোট দিয়েছে। গণভোটের পর ব্যাপকভাবে ধারণা করা হয়েছিল যে, মাত্র ৩৬ শতাংশ তরুণ ভোট দিয়েছে এবং প্রায় দুই-তৃতীয়াংশ ভোট দেয়নি। এ কারণে ব্রেক্সিট (ব্রিটেনের ইইউ ত্যাগ) পক্ষ এ কথা বলার সুযোগ পেয়েছে যে, তরুণ ভোটাররা দাবি করতে পারবে না যে, ব্রেক্সিটপন্থী বয়স্ক ভোটাররা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তবে ব্রুটার ও সারাহ বলেছেন, স্কাই ডাটার প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করেই কম ও ভুল অনুমান করা হয়েছিল। স্কাই ডাটা গত বছর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের তথ্য প্রকাশ করেছিল। গণভোটের পর ওপিনিয়ামের দুই হাজার দু’জনের ওপর চালানো জরিপে এ নতুন তথ্য উঠে আসে এবং এ সংখ্যা আগের অনুমানের চেয়ে প্রায় দ্বিগুণ। জরিপে অংশ নেয়া ব্যক্তিদের চারটি প্রশ্ন করা হয়- তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন নাকি পোস্টের মাধ্যমে, তারা নিবন্ধন করেছেন কিন্তু ভোট দেননি এবং তারা নিবন্ধনই করেননি। জরিপের ফলাফলে দেখা গেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সীদের ৬৪ শতাংশ ভোট দিয়েছে। ২৫ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে ভোট দেয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ শতাংশ, ৪০ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে ৬৬ শতাংশ, ৫৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে ৭৪ শতাংশ এবং ৬৪ ও তদুর্ধদের মধ্যে ৯০ শতাংশ। এখন এটি মনে করা হয় যে, তরুণ ভোটারদের মধ্যে ৭০ শতাংশই ইইউতে থাকার পক্ষে ছিল।
×