ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চারশ’ কোটি টাকার বন্ড ছাড়বে স্ট্যান্ডার্ড ব্যাংক

প্রকাশিত: ০৩:৫৫, ১১ জুলাই ২০১৬

চারশ’ কোটি টাকার বন্ড ছাড়বে স্ট্যান্ডার্ড ব্যাংক

পুঁজিবাজারে তলিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড চারশ’ কোটি টাকার নন কনভারটেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। ব্যাংকটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পরই বন্ডটি ইস্যু করা যাবে। -অর্থনৈতিক রিপোর্টার সন্ধানী লাইফের প্রিমিয়াম আয় কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় কমেছে। কোম্পানির প্রথম প্রান্তিকে প্রিমিয়াম আয় কমেছে ২৬ কোটি ৭৫ লাখ টাকার। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারিÑমার্চ’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য বেরিয়ে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত প্রান্তিকে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭৯ কোটি ১ লাখ টাকা। ২০১৫ সালে কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৭ কোটি ৯১ লাখ টাকা। আর তহবিলের পরিমাণ ছিল ৮৯৪ কোটি ৪৯ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×