ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশ টিভির বিশেষ নাটক ‘এবং’

প্রকাশিত: ০৩:৫৭, ১১ জুলাই ২০১৬

দেশ টিভির বিশেষ নাটক ‘এবং’

স্টাফ রিপোর্টার ॥ ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় আজ সোমবার রাত ৮-৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে নাটক ‘এবং’। নাজনীন হাসান চুমকীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দেশবরেণ্য অভিনেতা ও পরিচালক রাইসুল ইসলাম আসাদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাহাদাত হোসেন, সাদিয়া ইসলাম মৌ, আব্দুল্লাহ রানা প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে- শিক্ষিত, মার্জিত স্বামী-স্ত্রী ইতি এবং পাশা দু’জনেই চাকরি করে। তাদের একটি সন্তানও আছে। সুন্দর গোছানো সংসার তাদের। কিন্তু সমস্যা একটাই- ওই সংসারে তারা দু’জন আলাদা এবং নিজের মতোই বাস করে, তাদের মতের মিল হয় না। ফলে সিদ্ধান্ত নেয় ডিভোর্সের। প্রায় প্রতিদিন খুঁটিনাটি বিষয়ে ঝগড়া, চিৎকার এমন পরিবেশের মধ্যে একমাত্র সন্তান ছেলেকে দূরে রাখতে দার্জিলিংয়ে লেখাপড়ার জন্য ভর্তি করে দিয়ে আসে ইতি। এ নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়। ছেলেকে পাওয়ার আশায় পাশা এবার দেরি না করে উকিলের দারস্থ হয় এবং ছেলের কাস্টডির জন্য মরিয়া হয়ে ওঠে। ইতির বিরুদ্ধে পাশার আরও একটি সন্দেহ ইতির থেকে কম বয়সী বন্ধু অনিক। ইতি অনিককে ছোট ভাইয়ের মতো দেখলেও পাশার ধারণা তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। এ নিয়ে প্রায়ই কথা শোনায় ইতিকে, যা মানতে পারে না ইতি। ফলে উকিলের কাছে ঘন ঘন যাতায়াত বাড়তে থাকে পাশার। কিন্তু উকিল পাশার ডিভোর্সের ব্যাপারে কথা বলে। কিন্তু ছেলের কাস্টডি নিয়ে খুব একটা চিন্তিত মনে হয় না উকিলকে। তবে আশ্চর্যজনক হলেও ওই একই উকিলের কাছে ডিভোর্স এবং ছেলের কাস্টডির জন্য যায় ইতি। ইতিকে ছেলের কাস্টডি পাইয়ে দেবে সে আশ্বাসও দেয় উকিল। অন্যদিকে ইতিকে ডিভোর্স করে ছেলেকে কাছে রাখার আশায় নিজের অফিস সহকারীকে বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলে পাশা। এমনই দুশ্চিন্তা এবং মানসিক যন্ত্রণার ভেতর রাস্তায় পাশা আর ইতির সঙ্গে দেখা পুরনো এক বন্ধুর।
×