ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাগীব আলীর বিরুদ্ধে জালিয়াতির মামলার চার্জশীট

প্রকাশিত: ০৪:১৯, ১১ জুলাই ২০১৬

রাগীব আলীর বিরুদ্ধে জালিয়াতির মামলার চার্জশীট

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতির মামলার চার্জশীট দাখিল করেছে পিবিআই। রবিবার সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরুর আদালতে চার্জশীট দাখিল করা হয়। ২০০৫ সালে সরকারের নির্দেশে রাগীব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মন্ত্রণালয়ের কাগজ জালিয়াতি করে তারাপুর চা বাগান নিজেদের নামে লিখে নেয়ার অভিযোগে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। ২০০৫ সালে জেলা প্রশাসনরে পক্ষে মামলা দুটি করেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল কাদির। এর মধ্যে একটি মামলায় রাগীব আলী ও তার পুত্র আব্দুল হাইকে আসামি করা হয়। অপর মামলায় রাগীব আলী, তার স্ত্রী-পুত্র, স্বজন মোস্তাক মজিদ ও তারাপুর চা বাগানের মন্দিরের সেবায়েত পঙ্কজ দাশগুপ্তসহ সাতজনকে আসামি করা হয়। এদের মধ্যে রাগীব আলীর স্ত্রী মৃত্যুবরণ করায় চার্জশীট থেকে তার নাম বাদ দেয়া হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন এ মামলাগুলো বন্ধ থাকার পর গত এপ্রিলে উচ্চ আদালতের নির্দেশে তদন্ত শুরু করে পিবিআই। এদিকে উচ্চ আদালতের নির্দেশে গত ১৫ মে শিল্পপতি রাগীব আলীর নিকট থেকে দখলমুক্ত করে তারাপুর চা বাগান সেবায়েতের হাতে তুলে দেয়া হয়েছে। বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ জুলাই ॥ অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে ধামরাইয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ আহত হয়েছে ৫০ জন। রবিবার দুপুরে ধামরাইয়ের চাপিল এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে ওই এলাকায় অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে এক গ্রাম্য সালিশ বসে। এতে সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেনের অবৈধ বালুর ব্যবসার কথা উঠলে নাহিদ ও তার লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকার লোকজনের ওপর হামলা চালায়।
×