ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ ॥ নিহত ১ আহত ২০

প্রকাশিত: ০৫:৫৭, ১১ জুলাই ২০১৬

শরীয়তপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ ॥ নিহত ১ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১০ জুলাই ॥ রবিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের সদর হাসপাতাল ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত হারুন মাদবর (৪২) একই উপজেলার বালিয়াকান্দি গ্রামের হামেদ মাদবরের ছেলে। জাজিরা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে সেনেরচর গ্রামের এসকেন্দার মাদবর এবং মোসলেম মাদবর ও জালাল মাদবরের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। উভয় গ্রুপের লোকজন রামদা, ছ্যানদা, টেঁটা, ঢাল-সরকিসহ দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় সংঘর্ষ রবিবার সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। সংঘর্ষের সময় এসকেন্দার মাদবরের সমর্থক হারুন মাদবর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। জাজিরা থানা পুলিশ, ডিবি পুলিশ ও শরীয়তপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জাজিরা থানায় মামলার প্রস্তুতি চলছে।
×