ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু ও মেট্রো রেলে কর্মরত বিদেশীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৮:৫৮, ১১ জুলাই ২০১৬

পদ্মা সেতু ও মেট্রো   রেলে কর্মরত  বিদেশীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে ॥ ও. কাদের

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণ কাজে নিয়োজিত ও মেট্রোরেলে কর্মরত জাইকাসহ সকল বিদেশীর নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে। যে কোন বিদেশী কোথাও যেতে চাইলে সার্বিক নিরাপত্তা দেয়া হবে। তিনি রবিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থানে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন কালে সাংবাদিকদের এসব কথা বলেন। সেতুমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর ৩৬ শতাংশ কাজের অগ্রগতির পাশাপাশি ১৮টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। মোটরসাইকেলে তিনজন আরোহণের বিরুদ্ধে জোরালো পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেলে আরোহণ করা যাবে না। দু’জনের বেশি আরোহণ করলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
×