ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ আদালতে যাচ্ছেন না খালেদা

প্রকাশিত: ১৮:৪৩, ১১ জুলাই ২০১৬

আজ আদালতে যাচ্ছেন না খালেদা

অনলাইন রিপোর্টার॥ নিরাপত্তাজনিত কারণে নাইকো দুর্নীতি মামলায় আজ সোমবার আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় সাড়ে আট বছর আগের এ মামলায় এ দিন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর ৫ মে বিএনপি চেয়ারপারসনসহ ১১ জনের বিরুদ্ধে দেয়া অভিযোপত্রে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন। এর বিরুদ্ধে খালেদা জিয়া উচ্চ আদালতে গেলে ২০০৮ সালের ৯ জুলাই এই মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। সেই সঙ্গে এই মামলা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে দেয়া হয় রুল। ওই বছর ৯ সেপ্টেম্বর এ মামলায় জামিন পান খালেদা। গত বছরের শুরুতে রুল শুনানির মাধ্যমে মামলাটি সচল করার উদ্যোগ নেয় দুদক। খালেদা জিয়ার আবেদনে রুলের ওপর শুনানি করে গত বছরের ১৮ জুন রায় দেন হাইকোর্ট। অন্যদিকে, হাইকোর্টের রায়ের অনুলিপি পাওয়ার পর গত বছর নভেম্বর সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করেন খালেদা জিয়া, যা রবিবার শুনানির দিন ধার্যের জন্য চেম্বার আদালতে ওঠে। লিভ টু আপিলের বিষয়টি জানিয়ে গত বছরের ৭ ডিসেম্বর খালেদা জিয়ার অপর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেছিলেন,আমরা নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম স্থগিতের আবেদন করেছি আপিলে। এদিকে, নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের আবেদনের শুনানি হবে আগামী ৩১ জুলাই। রবিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওই তারিখ ঠিক করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। প্রায় সাড়ে আট বছর আগের এই মামলায় সোমবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক রয়েছে।
×