ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পিতৃহত্যার বদলা চান লাদেনপুত্র

প্রকাশিত: ১৮:৪৬, ১১ জুলাই ২০১৬

পিতৃহত্যার বদলা চান লাদেনপুত্র

অনলাইন ডেস্ক॥ 'আমরা সবাই ওসামা।' বাবাকে হত্যার জন্য আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি বার্তায় এ কথা বলেছেন ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। অনলাইনে পোস্ট করা ২১ মিনিটের অডিও মেসেজে তাঁর হুমকি, আমেরিকা ও তাঁর বন্ধু রাষ্ট্রগুলির বিরুদ্ধে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদীদের লড়াই অব্যাহত থাকবে। সাইট ইন্টেলিজেন্স গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী, অডিয়ো বার্তাটির নাম দেওয়া হয়েছে, 'আমরা সবাই ওসামা।' সেখানে লাদেনের ছেলে হামজা আমেরিকার উদ্দেশে বলেছেন, 'আমরা তোমাদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাব। দেশের মধ্যে, দেশের বাইরে সব জায়গায় টার্গেট করব তোমাদের। প্যালেস্তাইন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন ও সোমালিয়ার মানুষের উপর তোমরা যে অত্যাচার চালাচ্ছ আর বাকি যে মুসলিম রাষ্ট্র তোমাদের আগ্রাসনের বলি হয়েছে তার প্রতিবাদে আমরা তোমাদের উপর হামলা চালাব।' প্রতিশোধ নিতেই যে হামলা চলবে, তা স্পষ্ট করে দিয়ে হামজা বলেছেন, 'শেখ ওসামার জন্য প্রতিশোধ নেবে ইসলামিক রাষ্ট্রগুলি। এটা কোনো ব্যক্তি ওসামার জন্য প্রতিশোধ নয়, এই প্রতিশোধ তাঁদের জন্য যাঁরা ইসলামকে রক্ষা করার চেষ্টা করেছেন।' ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোতাবাদে মার্কিন কম্যান্ডোদের হাতে মৃত্যু হয়েছিল ওসামা বিন লাদেনের। ২৪-২৫ বছরের হামজা ৯/১১ হামলার আগে পর্যন্ত ছিলেন আফগানিস্তানে। এরপর পাকিস্তানে দীর্ঘদিন তিনি তাঁর বাবার সঙ্গেই ছিলেন। জঙ্গি সংগঠন আল-কায়েদার নেতাদের মধ্যে তিনিই এখন নবীন মুখ। সূত্র: এই সময়
×