ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে

প্রকাশিত: ১৮:৪৭, ১১ জুলাই ২০১৬

বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে

অনলাইন ডেস্ক॥ পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা মোতায়েনের প্রেক্ষিতে বিশ্ব বর্তমানে এমন পথে রয়েছে যার ফলে পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগে তার দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক অস্ত্রের ভারসাম্যও সংকটের মুখে পড়তে পারে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন তিনি। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামের বার্ষিক সম্মেলনের শেষ দিনে বিদেশি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন পুতিন। খবর স্পুটনিক নিউজের ইরানের পারমাণবিক বোমা হামলার হাত থেকে বাঁচার প্রচেষ্টার অংশ হিসেবে পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের সঙ্গে পশ্চিমাদের সাম্প্রতিক ঐতিহাসিক পারমাণবিক চুক্তির প্রেক্ষিতে এমন দাবি মিথ্যা প্রতীয়মান হয়েছে বলেও সাংবাদিকদের জানান পুতিন। তাই এ ব্যাপারে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সাংবাদিকদের পুতিন আরো জানান, আগামী কয়েক বছরের মধ্যে পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থার পাল্লা এক হাজার কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হবে। এতে এক পর্যায়ে তার দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সক্ষমতা ঝুঁকির মুখে পড়তে পারে যা চূড়ান্তভাবে দেশ দুটির পরমাণু অস্ত্রের ভাণ্ডারকে ভারসাম্যহীন করে দিতে পারে। উল্লেখ্য, ১৯৯৭ সালের পর থেকে প্রতি বছর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই ফোরাম অনুষ্ঠিত হয়ে আসছে। এটি মূলত রাশিয়ার বাণিজ্যভিত্তিক একটি ইভেন্ট যাতে বিশ্বের ৬০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়ে থাকে।
×