ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ১৮:৫১, ১১ জুলাই ২০১৬

নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার

অনলাইন রিপোর্টার॥ রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আমিনুর রহমান এ বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি গুলশান ও শোলাকিয়ার ঘটনায় আদালতের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রয়োজন হলে আরো নিরাপত্তা জোরদার করা হবে। ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আদালতে নিরাপত্তা আগের থেকে বাড়ানো হয়েছে। এরই মধ্যে নিরাপত্তার বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছে পুলিশ। তবে কোনো বিশেষ পরিকল্পনা নেয়া হয়নি নিরাপত্তার বিষয়ে। একই আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল বলেন, আদালতের গেটে আগের তুলনায় পুলিশ বেশি বসানো হয়েছে। এ ছাড়া বিচারকদের প্রবেশ মুখে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে আরো নিরাপত্তা বাড়ানো হবে।
×