ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসির পাশে দাঁড়িয়ে অভিনব প্রচার বার্সেলোনার

প্রকাশিত: ১৯:৩৮, ১১ জুলাই ২০১৬

মেসির পাশে দাঁড়িয়ে অভিনব প্রচার বার্সেলোনার

অনলাইন ডেস্ক॥ আয়কর বিতর্ক নিয়ে লিওনেল মেসির পাশেই দাঁড়াল বার্সেলোনা। গত বুধবার আয়কর ফাঁকি দেওয়া সংক্রান্ত মামলায় মেসি এবং তাঁর বাবা হর্হে মেসিকে ২১ মাসের কারাদণ্ডের রায় দিয়েছিল স্পেনের একটি আদালত। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে পাল্টা প্রচারে নেমেছে মেসির ক্লাবটি। ক্লাবের তরফে ‘উই আর অল মেসি’ নামক টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে ক্লাবের প্রেসিডেন্ট জোশেফ মারিয়া বার্তোমিউ টুইট করেছেন, ‘কিছু মানুষ তোমাকে আক্রমণ করার মাধ্যমে বার্সার ইতিহাসকে বিকৃত করতে চাইছেন। এই লড়াইয়ে তোমার সঙ্গেই থাকব।' আয়কর বিতর্ক নিয়ে স্পেনের আদালতের রায়ের বিরুদ্ধে ক্লাবের ভূমিকায় খুব খুশি হতে পারেননি মেসি। সম্প্রতি স্পেনের একটি সংবাদপত্র দাবি করেছে, মেসি তার ঘনিষ্ঠমহলে এমনও জানিয়েছেন যে, আয়কর বিতর্ক নিয়ে বার্সেলোনা আগে থেকেই সক্রিয়তা দেখালে তাকে এমন শাস্তির মুখে পড়তে হতো না। কিন্তু বার্সেলোনাও যে চুপ করে বসে নেই তা বুঝিয়ে দিতেই শনিবার এই নতুন টুইটার অ্যাকাউন্ট খুলে এক বিবৃতিতে বলেছে, ‘মেসিকে এটা স্পষ্ট করে দিতে চাই যে, এই বিতর্কে ক্লাব মেসির সঙ্গেই রয়েছে।' যদিও স্পেনের আদালত মেসির বিরুদ্ধে হাজতবাসের নির্দেশ দিলেও তাকে জেলে যেতে হবে না। স্পেনের আইন অনুযায়ী, দু’বছরের কম হাজতবাস হলে জেলে না কাটালেও চলবে। কিন্তু তাতেও বিতর্ক কাটছে না। বরং মেসি আর কতদিন লা লিগায় খেলবেন, তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে সকলের মনে। শনিবার স্প্যানিশ ফুটবল লিগের প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বলেছেন, ‘‘আয়কর নিয়ে স্পেনের আদালতে যেভাবে মেসিকে হেনস্তা হতে হয়েছে, তার পরে সদ্য অবসরে যাওয়া আর্জেন্টাইন সুপারস্টার কতদিন লা লিগায় খেলবে, তা নিয়ে আমি চিন্তায় রয়েছি। মেসি না ক্ষোভে লা লিগা ছেড়ে অন্য ক্লাবে চলে যায়।’’
×