ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্লিনে প্রতিবাদকারীদের সঙ্গে দাঙ্গায় ১২৩ পুলিশ আহত

প্রকাশিত: ২০:৫০, ১১ জুলাই ২০১৬

বার্লিনে প্রতিবাদকারীদের সঙ্গে দাঙ্গায় ১২৩ পুলিশ আহত

অনলাইন ডেস্ক॥ বিবিসি বলছে, শনিবার শহরটির ফ্রিয়েদরিচশেইন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওই এলাকায় প্রায় সাড়ে তিন হাজার বিক্ষোভকারী মিছিল করেছে। এদের কেউ কেউ মুখোশ পরে ছিল এবং তারা পুলিশের দিকে পটকা ছুঁড়ে মেরেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গেল পাঁচ বছরের মধ্যে সবচেয়ে সহিংস প্রতিবাদ ছিল এটি। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে সহিংসতা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক হাজার ৮০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল। দোকানের জানালা ও পুলিশের গাড়ি ভাংচুর শুরু হলে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ৮৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। স্থানীয় অনেক বৈধ বাসিন্দাও অবৈধ বাসিন্দাদের প্রতি সহানুভূতিশীল। তারা এলাকার অভিজাতকরণ ও বাড়ি ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিক্ষোভ মিছিল চলার সময় এই বৈধ প্রতিবেশীরা চামচ দিয়ে হাড়িপাতিল বাজিয়ে অবৈধ বাসিন্দাদের প্রতি সমর্থন জানায়। জুনে এলাকাটির অবৈধ বাসিন্দাদের উচ্ছেদ করা শুরু হলে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রিয়েদরিচশেইন এলাকাটিকে অভিজাত এলাকায় রূপান্তর করতে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়।
×