ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিরল রেলওয়ে স্থলবন্দর চালুর পথে-

প্রকাশিত: ০৬:২৯, ১৯ নভেম্বর ২০১৬

বিরল রেলওয়ে স্থলবন্দর চালুর পথে-

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শীঘ্র চালু হতে যাচ্ছে দিনাজপুর বিরল রেলওয়ে স্থলবন্দর। এ স্থলবন্দরটি পূর্ণাঙ্গরূপে চালু হলে দেশের উত্তরের জেলা দিনাজপুরে সম্ভাবনার দুয়ার খুলবে। পরিণত হবে শিল্প ও পর্যটন নগরীতে। বাংলাদেশ-ভারত-নেপাল ও ভুটানের চতুর্দেশীয় বাণিজ্যের অপার সম্ভাবনার কেন্দ্রস্থল বিরল রেলওয়ে স্থলবন্দরটির কাজ সেপ্টেম্বর মাসে শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিরল স্টেশন থেকে ভারতের রাধিকাপুর স্টেশন হয়ে সার্ক চুক্তি অনুসারে নেপাল-ভুটানসহ সার্কভুক্ত অন্য দেশের সঙ্গে রেলপথে বাংলাদেশের পণ্য আদান-প্রদান শুরু হবে। এর আগে ২০০৪ সালে ভারতের রাধিকাপুর স্টেশনে মিটারগেজ লাইন তুলে ব্রডগেজ লাইন স্থাপন করায় বিরল দিয়ে ভারতসহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগে পণ্য আনা-নেয়া বন্ধ হয়ে যায়। তবে পণ্যবাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকে। রেলওয়ের নির্বাহী প্রকৌশলী নারায়ণ চন্দ্র রায় জানান, বিরল থেকে ভারতের রাধিকাপুর স্টেশন পর্যন্ত লাইনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দিনাজপুর চেম্বার অব কর্মাসের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম জানান, এ বন্দরটি চালু হলে ভারত-নেপাল ও ভুটানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে। দেশের রাজস্ব আয় হবে। সৃষ্টি হবে কর্মসংস্থানের।
×