ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

প্রকাশিত: ০৬:০৩, ১৭ ডিসেম্বর ২০১৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

জনকণ্ঠ ডেস্ক ॥ বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এ সংবর্ধনার আয়োজন করে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল ॥ বিজয় দিবস উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠের বিজয় মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমানের সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার আবুল হাসানাত আবদুল্লাহ এমপির কনিষ্ঠপুত্র জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার (প্রচার) আব্দুর রইচ সেরনিয়াবাত, ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার প্রমুখ। উপজেলার ১৭ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। মাগুরা ॥ শুক্রবার মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও বীর মুক্তিযোদ্ধারা, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। ঝালকাঠি ॥ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শফিউল আলমের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেনÑ পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার এমএ বায়েজীদ। দৌলতপুর, কুষ্টিয়া ॥ সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌফিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃ খবির আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন দবির। বাউফল ॥ বাউফলে ৪শ’ মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গণে তাদের সংবর্ধিত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৯নং সেক্টরের চীফ পলিটিক্যাল মোটিভেটর ও জাতীয় সংসদের চীফ হুইপ মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান প্রমুখ। নীলফামারী ॥ জেলা প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। শুক্রবার বাদ জুমা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি ১০ অসহায় মুক্তিযোদ্ধা পরিবারকে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এজেএম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জোনাব আলী, পুলিশ সুপার জাকির হোসেন খান। ঈশ্বরদী ॥ উপজেলা প্রশাসন শুক্রবার সকালে এসএম স্কুল এন্ড কলেজ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ডেপুটি কমান্ডার আঃ খালেকের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, বিএসআর আইয়ের পরিচালক ড. আমান উল্লাহ, ওসি(তদন্ত) রমজান আলী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না, গোলাম মোস্তফা বাচ্চু ,তহুরুল ইসলাম, সিরাজ উদ্দিন বিশ্বাস ও অধ্যক্ষ আইনুল ইসলাম। ফুল দিয়ে বরণের পর আলোচনা সভা শুরু করা হয়। চট্টগ্রাম ॥ শুক্রবার দুপুরে ১৪১ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করে জেলা প্রশাসন। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামসুল আরেফিন। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রুহুল আমিন। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয় মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল ‘মুক্তি’ গ্রন্থের। এতে উপস্থিত ছিলেন প্রশাসন ও পুলিশের কর্মকর্তাবৃন্দ।
×