ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ভার্সিটি প্রতিষ্ঠিত

প্রকাশিত: ০৬:০৩, ৫ জানুয়ারি ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ভার্সিটি প্রতিষ্ঠিত

মেরিন ও মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার জন্য প্রথম এবং একমাত্র বিশেষায়িত সরকারী বিশ্ববিদ্যালয় হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের স্নাতক (সম্মান) প্রোগ্রাম চালুর অংশ হিসেবে ৩ জানুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়ের মিরপুর পল্লবীর অস্থায়ী ক্যাম্পাসে ফ্যাকাল্টি অব আর্থ এ্যান্ড ওশান সায়েন্স অনুষদের অধীনে“বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি-এর ১ম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল এ এস এম আব্দুল বাতেন প্রধান অতিথি ছিলেন এবং একই অনুষদের ডিন কমডোর এম খুরশীদ মালিক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি।
×