ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘মেয়েটি এখন কোথায় যাবে’ মুক্তি পাচ্ছে ১০ মার্চ

প্রকাশিত: ০৩:৫৩, ৫ মার্চ ২০১৭

‘মেয়েটি এখন কোথায় যাবে’ মুক্তি পাচ্ছে ১০ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ নাদের চৌধুরী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘মেয়েটি এখন কোথায় যাবে’ মুক্তি পাচ্ছে আগামী ১০ মার্চ। চলচ্চিত্রের প্রচারের অংশ হিসেবে সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘মনের মধ্যে’ শিরোনামের একটি গানের ভিডিও। এতে নবান্ন উৎসবের আবহ আনার চেষ্টা করা হয়েছে। গানটির কথা লিখেছেন রফিকুজ্জামান, সুর-সঙ্গীত করেছেন ফরিদ আহমেদ। কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী। চলচ্চিত্রে এই গানের দৃশ্যে গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন জলি। ইমদাদুল হক মিলনের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘মেয়েটি এখন কোথায় যাবে’। ২০১৬ সালের অক্টোবরে চলচ্চিত্রটির শূটিং হয়। চলচ্চিত্রে শাহরিয়াজ, জলি, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, ফজলুর রাহমান বাবু ও কাজী শিলা।
×