ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়ামের ভবন নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশিত: ০৪:০৫, ৫ নভেম্বর ২০১৭

চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়ামের ভবন নির্মাণ কাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ১৯ তলাবিশিষ্ট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে শনিবার। দুপুরে এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। এতে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম-১১ আসনের এমপি আবদুল লতিফ বিশেষ অতিথি ছিলেন। মেঘনা পেট্রোলিয়াম সূত্রে জানানো হয়, প্রায় ৬২ কোটি টাকা ব্যয়ে ১ লাখ ৬ হাজার বর্গফুটবিশিষ্ট ১৯ তলার হবে মেঘনা ভবন। ‘কনস্ট্রাকশন অব নাইনটিন স্টোরড মেঘনা ভবন উইথ থ্রি বেজমেন্ট ফ্লোরস’ শীর্ষক এ প্রকল্প ২০০০ সালে অনুমোদন পায়। বিভিন্ন কারণে প্রকল্পের কাজ শুরু করা যায়নি। ২০১৫ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এ প্রকল্পের নকশা অনুমোদন করে। আগামী ২০২০ সালের মাঝামাঝি সময়ে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
×