ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলা উত্তর গ্যাসক্ষেত্রে অনুসন্ধান কূপ খনন শুরু

প্রকাশিত: ০৬:০৭, ১০ ডিসেম্বর ২০১৭

ভোলা উত্তর গ্যাসক্ষেত্রে অনুসন্ধান কূপ খনন শুরু

স্টাফ রিপোর্টার ॥ ভোলা উত্তর গ্যাসক্ষেত্রে অনুসন্ধান কূপ খনন শুরু হয়েছে। বাপেক্স এর আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটিতে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম কূপটি খনন করছে। শনিবার ভোলার ভেদুরিয়ার মাঝিরহাটে ভোলা উত্তর-১ নামে কূপটি খনন শুরু হয়। ভোলার শাহবাজপুরের গ্যাস ক্ষেত্রটি মাঝিরহাট থেকে ৩৭ কিলোমিটার দূরে। সঙ্গত কারণে এখানে গ্যাস পাওয়া গেলে তা নতুন ক্ষেত্র বলে বিবেচিত হবে। প্রসঙ্গত এর আগে ভোলার শাহবাজপুরে গ্যাস আবিষ্কার করে বাপেক্স। সম্প্রতি ওই গ্যাসক্ষেত্রে নতুন একটি কূপ খনন করার পর এক টিসিএফ পর্যন্ত এই ক্ষেত্রের মজুদ বৃদ্ধি পাবে বলে ধারণা করছে বাপেক্স। শুরুতে নতুন কূপে গ্যাস পায়ার পর এটিকে নতুন ক্ষেত্র বলে মন্ত্রিপরিষদ বৈঠকে সরকারের উচ্চপর্যায়কে অবহিত করা হয়। যদিও পরে বাপেক্স সেই অবস্থান থেকে সরে এসে শাহবাজপুর গ্যাসক্ষেত্রের সম্প্রসারণ বলে উল্লেখ করে। সংশ্লিষ্টরা অবশ্য বলছেন ভোলা উত্তরের নতুন এই ক্ষেত্রে গ্যাস পেলে তা খুলনা এবং বরিশালে পাইপ লাইনে সরবরাহ করা যাবে। তবে এক্ষেত্রে নতুন ক্ষেত্রের মজুদ এক টিসিএফ হতে হবে। এতে জ্বালানির অভাবে খুলনায় হারিয়ে যাওয়া শিল্প কারখানায় আবারও প্রাণ ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। গ্যাসকূপ খননের উদ্বোধন করেন জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী। রূপকল্প ২০২১ অনুযায়ী দেশের স্থলভাগে ১০৮টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোলাতে গ্যাজপ্রম প্রায় ২৬০ কোটি টাকা ব্যয়ে দুটি অনুসন্ধান কূপ খনন করছে। এর আগে একটি অনুসন্ধান কূপ খনন করলেও সেখানে গ্যাস পাওয়া যায়নি। গ্যাজপ্রম অনুসন্ধানকূপ খনন করছে কেএন হারবারের কনসোর্টিয়ামের সহযোগিতা নিয়ে। খননকাজে হ্যালিবার্টনের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ১৫০০ হর্স পাওয়ারের শক্তিশালী একটি রিগ অনুসন্ধানকূপ খননে ব্যবহার করা হচ্ছে। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশাদুল ইসলাম সাংবাদিকদের বলেন খননকাজ দ্রুত সময়ে শেষ করা হবে। আশা করছি এখানে বড় ধরনের সুখবর পাওয়া যাবে। এক্ষেত্রে গ্যাস পাওয়া গেলে পাইপলাইনের মাধ্যমে কী তা খুলনা অঞ্চলে দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখানে এক টিসিএফ গ্যাস পাওয়া গেলে তা পাইপলাইনের মাধ্যমে খুলনাসহ দক্ষিণাঞ্চলে সরবরাহ করা উচিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, পটুয়াখালীর পায়রাতে সমুদ্রবন্দর নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। অনেক উদ্যোক্তা শিল্পকারখানা স্থাপনের চেষ্টা করে আসছে। আমদানি রফতানির সহজকীকরণের কারণেই উদ্যোক্তারা এই এলাকার প্রতি আগ্রহী হয়ে উঠছে। খুলনা ও বরিশাল অঞ্চলে শিল্পকারখানা নির্মাণে প্রধান বাধা তীব্র জ্বালানি ও বিদ্যুত সঙ্কট।
×