ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

প্রশংসিত জয়

প্রকাশিত: ০৫:৫১, ২ জানুয়ারি ২০১৮

প্রশংসিত জয়

স্টাফ রিপোর্টার ॥ এ প্রজন্মের চিত্রনায়ক জয় চৌধুরী। একাধিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়শিল্পী মেধার পরিচয় দিয়েছে। প্রতিনিয়ত নতুন নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন। নতুন বছরেও একাধিক নতুন চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি। তবে এ বছরের শেষের দিকে মুক্তিপ্রাপ্ত মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জয় চৌধুরী। এ চলচ্চিত্রে দুলাল চরিত্রে রূপদান করে দর্শকদের কাছে নন্দিত হয়েছেন তিনি। এ প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, আমি মনে করি চলচ্চিত্রে নিজেকে একেবারেই নতুন। তাই এখনও সবার কাছ থেকে শিখছি। এত স্বল্প দিনে দর্শকের ভালবাসায় আমি সত্যিই মুগ্ধ। আমার কাছে এর থেকে আর বড় কিছু পাওয়া আর নেই। যারা মালেক আফসারী স্যারের ‘অন্তর জ্বালা’ দেখেছেন তারাই আবেগ আপ্লুত হয়েছেন। আমি মনে করি, এটি আমার আগামী দিনের চলার পথের পাথেয়। আপনাদের ভালবাসা নিয়েই সামনে আরও এগিয়ে যেতে চাই। বাংলাদেশী চলচ্চিত্রে জয় চৌধুরীর অভিষেক ঘটে এফ আই মানিক পরিচালিত ‘এক জবান’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’, ‘আজব প্রেম’, আবুল কাশেম ম-লের ‘চিনি বিবি, ‘ক্ষণিকের ভালবাসা’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। তবে ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে মনে করছেন জয়। আগামী বছরে তার আরও বেশ কিছু চলচ্চিত্রে দেখা যাবে। এর মধ্যে রয়েছে-মালেক আফসারীর ‘হ্যালো’, ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বি কে আজাদের ‘দোস্ত দুশমন’ ও ঋতুব্রত ভট্টাচার্যের ‘জিরো পয়েন্ট’ অন্যতম। নতুন বছরের শুরুতেই চলচ্চিত্রগুলোর শূটিং করবেন বলে জানিয়েছেন জয় চৌধুরী।
×