ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিলাসবহুল রিসোর্টে নেইমারের বিশ্রাম

প্রকাশিত: ০৬:৩২, ৭ মার্চ ২০১৮

বিলাসবহুল রিসোর্টে নেইমারের বিশ্রাম

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার ব্রাজিলের স্থানীয় সময় সকালেই অস্ত্রোপচার সম্পন্ন হয় নেইমারের। ডান পায়ের ফিফথ মেটাটারসালে (ডান পাশের পঞ্চম হাড়ে) সফল অস্ত্রোপচারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয় নেইমারকে। এখন শুরু দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফেরার চিকিৎসা বা পুনর্বাসন প্রক্রিয়া। ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলারের পুনর্বাসন বা রিহ্যাবের সব প্রস্তুতি সম্পন্ন। রিহ্যাবের জন্য নেইমারকে নেয়া হয়েছে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত মানগারাতিবা রিসোর্টে। বিলাসবহুল এই রিসোর্টে রয়েছে বিশেষ সব ব্যবস্থা। জিমনেশিয়াম, সুইমিংপুলসহ এই রিসোর্টে রয়েছে একটি বিশেষ মেশিন যা প্রতিদিন ৩০০ কেজি বরফ তৈরি করতে সক্ষম। শুধু তাই নয়, এই রিসোর্টে হেলিপ্যাড থেকে শুরু করে টেনিস কোর্ট, ফুটবল অনুশীলনের মাঠ, এমনকি একটি জাহাজ ভেড়ানোর জেটিও আছে। নেইমারের রিহ্যাবের দায়িত্বে আছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি। বেলো হরিজোন্তের মাতেরডেই হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ দেয়ার পর সেখান থেকে একটি হেলিকপ্টারে করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় নেইমারকে। এরপর ব্যক্তিগত বিমানে করে মানগারাতিবা রিসোর্টে পৌঁছান নেইমার। গত সপ্তাহে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় পিএসজি। ফ্রেঞ্চ লীগ ওয়ানের সেই ম্যাচটিতেই গোড়ালিতে গুরুতর চোট পান নেইমার। প্রাথমিকভাবে এক্সরে রিপোর্ট থেকে জানা যায়, গোড়ালির হাড় না ভাঙলেও ডান পায়ের পাতার একেবারে ডান পাশের (পঞ্চম) হাড়ে ফ্র্যাকচার হয়েছে। ডাক্তারী ভাষায় যাকে বলে ফিফথ মেটাটারসাল। শুধু তাই নয়, বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয় গোড়ালি। দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেয়া হলেও বিশ্বকাপের আগে সুস্থ হতে পারবেন কি না সেই সন্দেহে ছিলেন নেইমার। তবে পরবর্তীতে চিকিৎসকের পরামর্শেই কাঁচির নিচে নিজেকে সঁপে দেন সাবেক বার্সিলোনা ও সান্তোসের এই তারকা ফরোয়ার্ড। তবে নেইমার কবে ফিরবেন? এ ব্যাপারে অবশ্য পরিষ্কার করে কিছু জানানো হয়নি। অস্ত্রোপচারের পর চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছিলেন, পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে তিন মাস সময় লাগতে পারে নেইমারের। একজন খেলোয়াড়ের সুস্থ হয়ে ওঠা নির্ভর করে তার শারীরিক সক্ষমতার ওপর। ছয় সপ্তাহের মধ্যে নেইমারের ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। আগামী জুনে রাশিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম ভরসার নাম নেইমার। অথচ গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের কয়েক মাস আগেই গুরুতর ইনজুরিতে পড়েন তিনি। এর ফলে ব্রাজিল সমর্থকদেরও ভাবিয়ে তুলেছে। তবে আগামী মে মাসের মধ্যে পিএসজির হয়ে ফিরতে পারেন বলে আশা করছেন পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাই। সে ক্ষেত্রে বিশ্বকাপে নেইমারকে দেখা যেতে পারে। এই ইনজুরির কারণেই ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেননি নেইমার। তবে কপাল পুড়েছে প্যারিসের জায়ান্ট ক্লাব পিএসজির। কেননা গত গ্রীষ্মকালীন দল বদলে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে নেইমারকে দলে ভিড়িয়ে ছিলেন তারা। এর পেছনে বড় কারণ ছিল ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু লীগ শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেলেও চ্যাম্পিয়ন্স লীগে ঠিকে থাকাটাই এখন সংশয়। কেননা শেষ ষোলোর প্রথম লেগেই যে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরে যায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কাছে। দ্বিতীয় লেগে নেইমার বিহীন পিএসজি কী ঘুরে দাঁড়াতে পারবে? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×