ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর্সেনাল শিবিরে স্বস্তির হাওয়া

প্রকাশিত: ১৮:৪১, ৯ মার্চ ২০১৮

আর্সেনাল শিবিরে স্বস্তির হাওয়া

অনলাইন ডেস্ক ॥ অবশেষে জয়ের দেখা পেল দলটি। ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল। এতে টানা ব্যর্থতার মাঝে দ্য গানার্স শিবিরে বইল স্বস্তির হাওয়া। বৃহস্পতিবার রাতে মিলানের সান সিরোয় আতিথ্য নেয় আর্সেনাল। শুরুটা দুর্দান্ত হয় অতিথিদের। ১৫ মিনিটে তাদের লিড এনে দেন হেনরিখ মিখিতারিয়ান। গত উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা এ ফরোয়ার্ডের গানার্সদের হয়ে এটিই প্রথম গোল। এগিয়ে গিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠে আর্সেনাল। ঘনঘন আক্রমণে স্বাগতিকদের চেপে ধরে ইংলিশ দলটি। এতে সাফল্যও ধরা দেয়। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে মেসুত ওজিলের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যারন রামসে। এতে ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের গতি বাড়ায় এসি মিলান। গোল পেতে তীব্র প্রচেষ্টা চালায় দলটি। তবে তা আলোর মুখ দেখেনি। কয়েকবার সুযোগ পেলেও গোল আদায় করতে পারেনি ইতালির ক্লাবটি। পাল্টা আক্রমণে সুযোগ পায় আর্সেনালও। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। আগামী বৃহস্পতিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে হবে ফিরতি লেগ। এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪ ম্যাচে হারের তেতো স্বাদ নেয় আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে গত তিন রাউন্ডে হারে দলটি। মাঝে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে পরাজয়ের মালা পরে তারা।
×