ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বনবন ও তার মা

প্রকাশিত: ০৬:২৫, ১০ মার্চ ২০১৮

বনবন ও তার মা

এই বিলেতে ভিন ভাষাতে তুখোড় আমার বুলি, এরই মাঝে শিখিয়ে দিলে আমায় মাগো তোমার মিষ্টি কথার ঝুড়ি। বলছি আমি অ আ ক খ বাক্য মজার রেশ, হাসছো তুমি মনে মনে আর বলছো আমায় বেশ। এই ভাবেতে দিন চলে যায় রাত হয়ে যায় শেষ, তোমার ছেলে হচ্ছে বড় আনন্দে বেশ। এক পা দু’ পা করে মোদের চলছে জীবন যথা, চলছে সময়, চলছে ঘড়ি চলছে মোদের কথা। ছোট্ট বেলার আমার ছবি ঝুলছে দেয়াল জুড়ে, ভাবছো তুমি, দেখছো আমায় দুই নয়ন ভরে। অপলক ওই ছবির দিকে তাকিয়ে তুমি রবে, বলবে ডেকে আমায় তুমি ‘আমার সোনা এত বড় তবে!’ তোমার সোনা মস্ত এখন আর করে না খেলা, ছোট্ট বেলার খেলনা গাড়ির থমকে গেছে চলা। এই শহরে ভালই বড় তোমার বুবন সোনা, শখের গাড়ি, বিশাল বাড়ি আমার আনাগনা। সেই বাড়িতে থাকি মাগো তোমার বুকের পরে, অবসরে দেখি মাগো তোমায় মন ভরে। ভিন দেশেতে তোমার আমার ছোট্ট পাখির নীড়, ভালোবাসার মায়ায় ছায়া টেমস নদীর তীর।
×