ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেরেনার রাজকীয় প্রত্যাবর্তন

প্রকাশিত: ১৯:০৪, ১০ মার্চ ২০১৮

সেরেনার রাজকীয় প্রত্যাবর্তন

অনলাইন ডেস্ক ॥ সন্তান জন্মের পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলতে নেমেই জয়ের স্বাদ নিলেন যুক্তরাষ্ট্রের টেনিস সেরা তারকা সেরেনা উইলিয়ামস। ক্যালিফোর্নিয়াতে ইন্ডিয়ান ওয়েলসে নিজের প্রথম ম্যাচে কাজাকিস্তানের জরিনা ডায়াসের বিপক্ষে ৭-৫ ও ৬-৩ গেমে জয় পান ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। ২০১৭ সালে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ার ওপেনার শিরোপা জয় করেছিলেন সেরেনা। এরপর অন্তঃস্বত্ত্বা হওয়ায় টেনিস থেকে দূরে থাকেন তিনি। গেল বছরের সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন সেরেনা। অবশেষে ইন্ডিয়ান ওয়েলসে দিয়ে আবারও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফিরলেন ৩৬ বছর বয়সী সেরেনা। নিজের ১৭ বছরের ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বারের মতো ইন্ডিয়ান ওয়েলসে খেলছেন তিনি। টুর্নামেন্টে নিজের শুরুটা ভালো করতে পেরে বেশ খুশি সেরেনা। তিনি বলেন, ‘এ ম্যাচ নিয়ে আমি অনেক বেশি চিন্তিত ছিলাম। দীর্ঘদিন পর কোর্টে ফেরা। কি অবস্থা হয়, তা নিয়েই চিন্তা বেশি ছিল। যাইহোক, সবকিছুই ভালোভাবে সম্পন্ন হলো। তবে আমাকে আরও বেশি উন্নতি করতে হবে এবং ভালো খেলতে হবে।’ ইতোমধ্যে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন সেরেনা। আর একটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেই মহিলা এককে যৌথভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করবেন তিনি। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে এই তালিকায় সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট।
×