ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী মাসেই করাচিতে খেলতে যাচ্ছে উইন্ডিজ

প্রকাশিত: ১৯:২২, ১২ মার্চ ২০১৮

আগামী মাসেই করাচিতে খেলতে যাচ্ছে উইন্ডিজ

অনলাইন ডেস্ক ॥ ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের কথা দীর্ঘদিন ধরেই বলে আসছে পাকিস্তান। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করচিতে এই সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল এপ্রিলের শুরুতে আসছে বলে ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। আগামী মাসে শুরু হওয়া এই সিরিজে নিয়ে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে পাকিস্তানের ঘরোয়া দর্শকরা। এর মধ্যে কোনো ঝামেলা না হলে ২০০৯ সালের পর প্রথম ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ পাবে করাচির দর্শকরা। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসের ওপের সন্ত্রাসী হামলার পর আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি করাচিতে। আসন্ন সিরিজকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে পাকিস্তান। শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় টেস্ট খেলুড়ে বড় কোনো দল দেশটিতে সফরে যায়নি। ঘরের মাঠে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইতমধ্যেই জিম্বাবুয়ে দল, আইসিসি বিশ্ব একাদশ ও সম্প্রতি শ্রীলঙ্কার সফরের মধ্য দিয়ে আবারও বরফ গলা শুরু হয়েছে। এই সবগুলো ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। লাহোরের পর এবার করাচিতে ওয়েস্ট ইন্ডিজ দলকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে পিসিবি। এছাড়া চলমান পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচটিও করাচিতে আয়োজনের কথা জানিয়েছে পিসিবি।
×