ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাগড়ি পরায় বহিষ্কার!

প্রকাশিত: ১৯:২৭, ১২ মার্চ ২০১৮

পাগড়ি পরায় বহিষ্কার!

অনলাইন ডেস্ক ॥ মাথায় পাগড়ি পরে ইংল্যান্ডের একটি বারে ঢুকেছিলেন এক শিখ ছাত্র। এরপর তাকে সে কারণে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হলো। পশ্চিমা দেশগুলোতে ইদানিং পাগড়ি পরায় বেশ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে শিখদের। গত ফেব্রুয়ারি মাসেও পাগড়ি পরার জন্য লন্ডনে শ্বেতাঙ্গদের বিদ্রূপের শিকার হয়েছিলেন এক ভারতীয় শিখ পরিবেশকর্মী। শনিবার ব্রিটেনের নটিংহ্যামশায়ারের ম্যান্সফিল্ডে রাশ লেট বারে বন্ধুদের নিয়ে পাগড়ি পরে ঢুকেছিলেন অমৃক সিংহ নামে ২২ বছর বয়সী আইনপড়ুয়া সেই ছাত্র। এরপর বারের এক বাউন্সার তাদের টেবিলে এসে অমৃককে পাগড়ি খুলে ফেলতে বলেন। তাতে অমৃক রাজি হননি বলে তাকে টেবিল থেকে তুলে টেনেহিঁচড়ে বার থেকে বের করে দেয়া হয়। অমৃককে জানানো হয়, ওই বারে পাগড়ি পরে ঢোকার নিয়ম নেই। অমৃক সংবাদমাধ্যমকে বলেছেন, কেন পাগড়ি পরেছি জানতে চাইলে আমি বাউন্সারকে বলি, এটা আমাদের চুল বাঁচায়। এটা আমাদের ধর্মীয় রীতিও। কিন্তু বাউন্সারটি কিছুই মানতে চাননি। বাউন্সারটি ওই সময় অমৃককে প্রশ্ন করে,তোমাকে পাগড়ি পরে বারে ঢুকে পানাহারের অনুমতি কে দিল? বাউন্সারটি অমৃককে বলেন, আমি ও সব শুনতে চাই না। তুমি পাগড়িটা খুলে ফেল। অমৃক তাতে রাজি হননি। তখন বাউন্সারটি টেনেহিঁচড়ে বার থেকে বের করে দেন অমৃককে। নটিংহ্যামশায়ারের ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের আইনের শেষ বর্ষের ছাত্র অমৃক পরে তার ফেসবুক পোস্টে লেখেন, এই ঘটনায় আমি মর্মাহত। ক্ষুব্ধ। আমার ধর্মীয় রীতির জন্য আমাকে বার থেকে বের করে দেওয়া হল! অথচ আমার পূর্বপুরুষরা ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। আমার এবং আমার মা-বাবার জন্ম ব্রিটেনেই। পরে বার কর্তৃপক্ষ অবশ্য ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। জানিয়েছেন, অভিযুক্ত বাউন্সারকে সাসপেন্ড করা হয়েছে।
×