ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধ্বংসাবশেষ থেকে হতাহতদের উদ্ধার চলছে: নিহত কমপক্ষে ৫০

প্রকাশিত: ০১:০১, ১২ মার্চ ২০১৮

ধ্বংসাবশেষ থেকে হতাহতদের উদ্ধার চলছে: নিহত কমপক্ষে ৫০

অনলাইন রিপোর্টার ॥ নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার উড়োজাহাজ থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিমানের ধ্বংসাবশেষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম নেপালের পুলিশের বরাত দিয়ে ইতোমধ্যেই ৩৮ জন নিহতের খবর দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিবি জানিয়েছে এই দুর্ঘটনায় ৫০ জন নিহত হওয়ার কথা। তবে নেপালের সেনাবাহিনী জানিয়েছেন এই দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। উদ্ধারকাজে ইতোমধ্যেই যোগ দিয়েছে নেপালের সেনাবাহিনী। এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, ‘আমরা ধ্বংসাবশেষ থেকে আহত নিহত ব্যক্তিদের বের করছি।’ আজ সোমবার ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়। ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন ছিলেন যাত্রী, বাকিরা ক্রু। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, ১ জন চীনা ও ১ জন মালদ্বীপের নাগরিক তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৮ জন নারী এবং দুইজন শিশু দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটিতে সবধরণের উড়োজাহাজের ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে।
×