ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিমান্ড শেষে কারাগারে অসুস্থ ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশিত: ০২:০৭, ১২ মার্চ ২০১৮

রিমান্ড শেষে কারাগারে অসুস্থ ছাত্রদল নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা কেন্দ্রীয় কারাগারের অসুস্থ্য কারাবন্দি তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন মিলনের (৩৮) মৃত্যু হয়েছে। সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সকাল সাড়ে ৮টার দিকে এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন। তিনি বলেন, সকালে জাকির কারাগারে বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। এদিকে নিহতের পরিবার অভিযোগ করেন, রিমান্ডে নির্মম নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়ায় জাকিরের মৃত্যু হয়েছে। গত ৬ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি থেকে সাদা পোষাকের পুলিশ জাকিরকে আটক করে। তাকে বিশেষ ক্ষমতা আইনে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে শাহবাগ থানায় তিন দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। রবিবার রিমান্ড শেষে জাকিরকে পুলিশ আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। নিহত ছাত্রদল নেতা জাকিরের চাচা অলিউল্লাহ জানান, পুলিশি নির্যাতনে জাকিরের মৃত্যু হয়েছে। তেঁজগাও কলেজের ছাত্র জাকির হোসেন ঢাকা মহানগর উত্তরেরও সহসভাপতি ছিলেন। তার বাড়ি শরীয়তপুর জেলার সখিপুরে। গাজীপুরের টঙ্গির মাজুখানে থাকেন তিনি। দুই কন্যা সন্তানের জনক জাকির। চার ভাই বোনের মধ্যে সে সবার বড় ছিল। অপরদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তাকে মারধর করা হয়েছে। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর সুস্থ অবস্থায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তার ওপর কোনো নির্যাতন চালানো হয়নি। ছাত্রদলের নিন্দা ॥ ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এক যৌথ বিবৃতিতে ‘রিমান্ডে পুলিশি নিমর্ম নির্যাতনে’ গুরুতর অসুস্থ হয়ে কারাগারে গেলে জাকির হোসেনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। জাকির হোসেনকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের গ্রেফতারের দাবি করেন নেতৃবৃন্দ। ছাত্র দল নেতার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তারা।
×